বিনোদন

SIKANDAR: ঈদে বক্স অফিস মাতাতে তৈরি ‘সিকান্দার’ সলমন, মুক্তি পেল অ্যাকশন-প্যাকড ট্রেলার

রবিবার মুক্তি পেল সলমন খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’-এর ট্রেলার । যেখানে 59 বছর বয়সেও প্রচুর অ্যাকশন করতে দেখা যাচ্ছে অভিনেতাকে ৷ 2 বছর পর ঈদে বক্স অফিস মাতাতে তৈরি সলমনের ছবি ৷ শক্তিশালী সংলাপ এবং অ্যাকশন-প্যাকড ট্রেলার, যা সলমনের আসন্ন ছবিটি দেখতে অনুরাগীদের প্রত্যাশা আর কয়েকগুণ বাড়িয়ে দেবে। প্রায় তিন মিনিটের ট্রেলারে সলমনকে সঞ্জয় হিসাবে সকলের সামনে হাজির করা হয়েছে ৷ তাঁকে উল্লেখ করা হয় সিকান্দার হিসাবে । ট্রেলারের শুরুর শট থেকেই সলমনের স্টার পাওয়ার রয়েছে ৷ অন্যদিকে রশ্মিকা মান্দানার ‘ভাইজানে’র সঙ্গে রসায়ন বেশ জমেছে, যা ছবিতে একটি নতুনত্ব যোগ করেছে । কারণ দু’জনকেই প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ‘সিকান্দার’ ছবিতে ৷ কিন্তু তা সত্ত্বেও তাঁদের একসঙ্গে প্রতিটি দৃশ্য স্পেশাল করে তুলেছে । মজার বিষয় হল, এবার ‘ভাইজান’ বলিউডের কোনও ভিলেনের সামনে নয়, বাহুবলীর কাটাপ্পার মুখোমুখি ৷ যিনি সারা বিশ্বে নিজের ছাপ রেখেছেন ৷ পুরো ছবি দেখার সময় ভিন্ন এবং বিস্ময়কর অভিজ্ঞতা হবে । ট্রেলারে, সলমনকে জনগণের রাজা হিসাবে দেখানো হয়েছে ৷ যিনি তাদের বিরুদ্ধে করা দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন । সামগ্রিকভাবে, এবার ‘ভাইজান’ আসছেন জনগণের মসীহা হিসেবে ৷ যিনি জনগণের হয়ে সিস্টেমের বিরুদ্ধে লড়বে । সলমন খান অভিনীত ‘সিকান্দার’ এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি, যা ঈদের আগে 30 মার্চ মুক্তি পাবে । এর আগে ছবির গান এবং টিজার দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উৎসাহ তৈরি করেছে ৷ এবার নির্মাতারা ট্রেলারও প্রকাশ করে ছবি দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিলেন । ‘সিকান্দার’ ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস এবং এই ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা । সলমন খান, রশ্মিকা মান্দানা ছাড়াও কাজল আগরওয়াল, সত্যরাজ, শরমন জোশীর মতো শিল্পীরা এই ছবিতে কাজ করেছেন ।