জেলা

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত শিশির অধিকারী

দিঘা -শঙ্করপুর উন্নয়ন পর্ষদ(ডিএসডিএ) থেকে সরানো হলো শিশির অধিকারীকে৷ শুভেন্দু অধিকারীর বিজেপি যোগদানের পর কড়া হচ্ছিল  তৃণমূল৷ এর আগে কাঁথি পরিষদ থেকে সৌমেন্দু অধিকারীকে সরানো হয়েছিল তাঁর বরাদ্দ পদ থেকে৷ এবার ডিডিএস থেকে সরিয়ে দেওয়া হল বর্ষীয়ান শিশির অধিকারীকে৷ নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অখিল গিরি৷অখিল গিরি-র দাবি শেষ কয়েক মাস ধরে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পরিষদের কোনও কাজ করছিলেন না তিনি৷ আসতেন না কোনও বৈঠকেও৷ তাই এই পদক্ষেপ নিয়েছে তৃণমূল৷ ২০১২ সাল থেকে টানা আট বছর অর্থাৎ ২০২১ সাল পর্যন্ত ডিএসডিএ-র চেয়ারম্যান পদে ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী । আজ শিশিরবাবুকে সরিয়ে রামনগরের বিধায়ক অখিল গিরিকে চেয়ারম্যান পদে বসানো হয়েছে । যদিও এই বিষয়ে শিশিরবাবুকে জিজ্ঞাসা করা হলে উনি বলেন, “আমাকে সরানোর বিষয়ে কিছু জানি না ।”