দেশ

পুরীর মন্দিরে মহা সমারোহে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা

শনিবার সকাল থেকে পুরীর মন্দিরে মহা সমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা। স্নানযাত্রা ঘিরে দিন কয়েক আগে থেকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। জগন্নাথদেবের স্নানযাত্রাকে ঘিরে ভক্তদের ঢল নেমেছে পুরীতে। স্নানযাত্রার দিন থেকেই শুরু হয়ে যায় রথযাত্রার কাউন্টডাউন। রথের আগে জৈষ্ঠ্য মাসের পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয়। লাখ ভক্ত সমাগম পুরীর জগন্নাথ ধামে। ১০৮টি ঘড়া জল দিয়ে স্নান করানো হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিন বিগ্রহ। জগন্নাথ মন্দিরের উত্তর দিকে কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে বিগ্রহ ধোয়ানো হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন পুরীতে ১০৮ ঘড়া জলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানোর প্রথা রয়েছে। এরপর ১৫ দিন বন্ধ থাকবে মন্দিরের গর্ভগৃহের দরজা। এই সময় কোনও দর্শনর্থী দেবতাকে দর্শন করতে পারেন না। কথিত আছে এই সময় মন্দিরের ঘন্টা বাজানো, উলুধ্বনি পর্যন্ত দেওয়া হয় না। ধর্মীয় বিশ্বাস, স্নানের পর মহাপ্রভু শ্রী জগন্নাথের জ্বর আসে। তাই তাঁদের নির্জনে চিকিৎসা করা হয়। এ সময় তাঁদের অনেক ওষুধ দেওয়া হয়। অসুস্থতায় ভগবানকে শুধুমাত্র সাধারণ ভোগ নিবেদন করা হয়। এই ১৫ দিনে জগন্নাথকে ৫৬ ভোগ দেওয়া হয় না। ভগবানের স্বাস্থ্যের অবনতির কারণে ভক্তদের জন্য ১৫ দিন দর্শন বন্ধ রাখা হয়।