দেশ

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল  ৯১ বছর।  জানা গিয়েছে, সংক্রমিত হওয়ার পর দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। আজ সকালে সেখানেই মৃত্যু হয় সুপ্রিম কোর্টের এই প্রাক্তন আইনজীবীর।দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ ভূষিত হন সোরাবজি। সময়টা ছিল ২০০২ সালের মার্চ।  সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার অধিকার রক্ষার জন্য নিজের পেশা গিয়ে লড়ে গিয়েছেন সারাটা জীবন। ১৯৫৩ সাল থেকে শুরু তাঁর কাজ। প্রথম বম্বে হাই কোর্টে তাঁর পেশাগত জীবনের যাত্রা শুরু করেন। এরপর ১৯৮৯-৯০ সালে এবং ১৯৯৮-২০০৪ পর্যন্ত দুবার ভারতের অ্যাটর্নি জেনারেল হন সোরাবজি। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার রক্ষা সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান পদেও ছিলেন তিনি।