কলকাতা

সোমেন মিত্র-র শারীরিক অবস্থা সংকটজনক

শারীরিক অবস্থা ভালো নেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের । গতকাল দুপুর থেকে ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি । ডায়ালিসিস চলছে । আজও একবার ডায়ালিসিস হয়েছে তাঁর । বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি । কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন সোমেন মিত্র । মাঝে অসুস্থ হয়ে পড়েন । তারপর থেকে গত আটদিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । কিন্তু গতকাল শারীরিক অবস্থার অবনতি হয় । পরিবারের তরফে জানানো হয়েছে, প্রবল দুর্বলতা অনুভব করছেন তিনি । রয়েছে জ্বর-শ্বাসকষ্ট। সেকারণে গতকাল বাড়ির লোকজনের সঙ্গেও ঠিকভাবে কথা বলতে পারেননি । চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে জল জমেছে । আরও বেশ কিছুটা জল বের করতে হবে । তাই আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে । দুপুরে খেয়েছেন । তারপর ফের ডায়ালিসিস শুরু হয়েছে ।