বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করার লক্ষে আগেই ময়দানে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী জোট গঠনের পক্ষে সওয়াল করেছেন তিনি। জুলাইয়ের শেষ সপ্তাহে দিল্লি সফরে গিয়ে বিভিন্ন নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক তারই প্রমাণ । দেখা করেছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে । এবার বিরোধীদের একজোট করতে ময়দানে নামলেন সোনিয়া গান্ধি। আজ বিজেপি বিরোধী নেতাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছেন তিনি । সেখানে উপস্থিত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও কয়েকটি বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন । মূলত, ভার্চুয়াল মাধ্যমে বিকেল ৪টে থেকে এই বৈঠক হবে । বিভিন্ন সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে এ দিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, থাকবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, ডিএমকে প্রধান এমকে স্তালিন এবং জেএমএম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রধান হেমন্ত সোরেন । থাকবেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন আমরিন্দর সিং, অশোক গেহলট ও ভূপেশ বাঘেল। এবার বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তপ্ত ছিল রাজ্যসভা ও লোকসভা । প্রথম থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে সরব ছিলেন বিরোধীরা । একদিকে পেগাসাস নিয়ে তদন্তের দাবিতে সরব তারা ৷ অন্যদিকে কেন্দ্রের তৈরি করা তিনটি কৃষি আইন বাতিলের দাবি তুলেছে তারা ৷ তালিকায় যুক্ত হয়েছে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির মতো ইস্যু । এই পরিস্থিতিতে রোজই দফা দফায় বন্ধ হয়েছে অধিবেশন ৷ রাহুল গান্ধির নেতৃত্বে গান্ধি মূর্তির পাদদেশে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিরোধীদের । এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের আগেই সংসদের বাদল অধিবেশন শেষ হয়ে যায় ।