ন্যাশনাল হেরাল্ডের মামলায় সোমবার ফের তলব করা হল সোনিয়া গান্ধীকে৷ বৃহস্পতিবার ওই মামলার প্রেক্ষিতে প্রথমবার ইডি জেরার মুখোমুখি হন কংগ্রেস সভানেত্রী৷ প্রায় তিনঘণ্টা জেরা চলে সোনিয়ার৷ দুপুর সাড়ে তিনটে নাগাদ ইডি দফতর ছাড়েন তিনি৷ এই মামলাতেই এর আগে পাঁচবার ইডির জেরার মুখে পড়েন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ সূত্রের খবর, এদিন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একজন অতিরিক্ত ডিরেক্টর পদমর্যাদার মহিলা অফিসারের নেতৃত্বে পাঁচজনের টিম তৈরি করা হয়েছিল৷ জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করা হয়েছিল ৫০টি প্রশ্নের তালিকা৷ এদিন প্রিয়াঙ্কা ও রাহুলের সঙ্গে ইডি অফিসে পৌঁছন সোনিয়া৷ প্রায় তিনঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দফতর থেকে বেরিয়ে যান৷