আজ ৪টে৩০ মিনিট নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিসিসিআই সভাপতি। তাঁকেপুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান রাজ্যপাল। প্রায় দুঘণ্টা দুজনের মধ্যে কথাবার্তা হয়। বৈঠক শেষে রাজভবন থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, ‘এটা একেবারেই সৌজন্য সাক্ষাত, কিছু স্পেকুলেট কর না’। রাজ্যপাল এখনও ইডেন গার্ডেন্স দেখেননি বলে তিনি রাজ্যপালকে ইডেন দেখতে আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি সৌরভ এও বলেন, যে রবিবারই রাজ্যপাল ইডেনে যেতে চেয়েছিলেন। কিন্তু এখন সেখানে বাংলা দলের প্রশিক্ষণ চলছে বলে পরে রাজ্যপালকে ইডেন দেখার আমন্ত্রণ জানিয়ে এসেছেন তিনি। সৌরভের সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ছবি টুইট করে রাজ্যপাল লিখেছেন, বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ১৮৬৪–এ তৈরি, সবচেয়ে পুরনো ক্রিকেট গ্রাউন্ড ইডেন গার্ডেন্স দেখতে যাওয়ার সৌরভের আমন্ত্রণও তিনি গ্রহণ করেছেন। রাজ্যপালের সঙ্গে সৌরভের দুঘণ্টার কথাবার্তা নিছকই সৌজন্য সাক্ষাত বলে ভাবতে নারাজ কূটনীতিকরা। সৌরভ নিজে এখনও কোনও রাজনৈতিক পক্ষ অবলম্বনের কথা না বললেও তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা দীর্ঘদিনের।