অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এদিন সকালে বাড়িতে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তাঁকে আলিপুরের এক হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত হাসপাতালের এমার্জেন্সিতেই তাঁর চিকিত্সা চলছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। সূত্রের খবর, তাঁর কার্ডিয়াক সিনকোপ হয়েছে। তবে তার মাত্রা খুবই সামান্যই। এই নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন। জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়িতেই ওয়ার্ক আউট করার সময় ব্ল্যাক আউট হয়ে পড়ে যান তিনি। পাশাপাশি, বুকে সামান্য ব্যাথাও অনুভব করেন তিনি। এরপরেই তাঁকে শীঘ্রই আলিপুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিত্সকেরাই জানান, সৌরভ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। যদিও তাঁর মাত্রা অনেকটাই কম বলে জানিয়েছেন তাঁরা। চিকিত্সকেরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুরেই তাঁর অ্যাঞ্জিওগ্রাম করে অ্যাঞ্জিওপ্ল্যাস্ট করা হবে। অর্থাত্ তাঁর হার্টে সামান্য হলেও কিছু ব্লকেজ রয়েছে। সেই কারণেই এই অ্যাঞ্জিওপ্ল্যাস্ট করার সিদ্ধান্ত বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। যাতে এই ব্লকেজ কোনও সমস্যা ভবিষ্যতে না ঘটাতে পারে। এই অ্যাঞ্জিওগ্রাম করায় সেরকম কোনও ঝুঁকি নেই বলেই জানিয়েছেন চিকিত্সকেরা।