মুকুল রায় দলত্যাগ করেননি ৷ তিনি বিজেপিতেই আছেন ৷ মুকুল রায়ের দলত্যাগ সংক্রান্ত বিষয়ে শুনানি শেষে শুক্রবার এমন রায়ই দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বিজেপির আবেদন খারিজ করে স্পিকার জানিয়েছেন, মুকুল রায় দলত্যাগ করেছেন এর স্বপক্ষে কোনও নথি পেশ করতে পারেনি বিরোধীদল । উল্লেখ্য,

২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দেন মুকুল রায় ৷ এর পর তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারকে আবেদন জানায় বিজেপি ৷ বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় ৷ কোর্ট অবশ্য সময়সীমা বেঁধে ফয়াসালার ভার স্পিকারের উপরই ছেড়ে দেয় ৷ স্পিকারের এদিনের রায়ের ফলে স্পষ্ট, মুকুলের বিধায়ক পদ খারিজ হচ্ছে না ৷