কেন্দ্রীয় বাহিনীর এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন চার তৃণমূল কংগ্রেস কর্মী। আর নিরস্ত্র সাধারণ মানুষের উপরে কেন্দ্রীয় বাহিনীর নির্বিচারে গুলি চালানোর ঘটনাকে খোলাখুলিই সমর্থন জানিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। তাঁর মতে, ‘আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।’ বিশেষ পর্যবেক্ষকের এমন মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। প্রবীণ পুলিশ আধিকারিকদের মতে, ‘অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার বিএসএফ কর্তা অশ্বিনী কুমার সিংহের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করা উচিত কোচবিহার জেলা পুলিশের।’