ভাইরাল

দিল্লিতে বিমান ওড়ার ৫ মিনিট আগেই বাতিল ঘোষণা, বিক্ষোভ যাত্রীদের

বিমান ওড়ার ঠিক পাঁচ মিনিট আগে গোটা বিমানযাত্রাই বাতিল ঘোষণা করল বিমান সংস্থা। আর এই নিয়েই যাত্রীদের সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয় ওই বিমানসংস্থার কর্মীদের মধ্যে। শনিবার, নয়াদিল্লিতে স্পাইসজেটের একটি বিমানের উড়ান বাতিল ঘোষণাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়াল বিমানবন্দর চত্বরে। বাতিল বিমান, স্পাইসজেট এসজি ৪৯৫ দিল্লি থেকে বিহারের দ্বারভাঙা যাওয়ার কথা ছিল। কিন্তু, বিমান ওড়ার ঠিক মিনিট পাঁচেক আগে গোটা বিমানের যাত্রাই বাতিল ঘোষণা করার জানানো হয় বিমান সংস্থার পক্ষ থেকে। এরপরেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় বিমান বাতিল হওয়ায় যাত্রীরা রীতিমত বিরক্ত। এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভিডিওতে দেখা যাচ্ছে অনেককে “স্পাইসজেট মুর্দাবাদ” বলে চিৎকার করতে। দিল্লির টার্মিনাল ৩ নম্বর গেটের সামনে রীতিমত আন্দোলন করতে দেখা যায় যাত্রীদের।