আর্থিক ক্ষতির ধাক্কা সামাল দিতে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী বিক্রমাসিঙ্ঘে। অর্থের প্রয়োজনে এবার শ্রীলঙ্কার জাতীয় বিমান সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন বিক্রি করা হবে। পাশাপাশি, সরকারী কর্মচারীদের মাইনে দেওয়ার জন্য অতিরিক্ত টাকাও ছাপা হবে বলে জানানো হয়েছে। আগামী কয়েকমাস শ্রীলঙ্কার প্রত্যেক নাগরিকদের জন্য আরও কঠিন হতে পারে বলে জানিয়েছেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী। দেশের নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জাতির উদ্দেশে এক ভাষণে জানান, নতুন প্রশাসন শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বেসরকারিকরণের পরিকল্পনা করছে। ২০২০-২১ অর্থবর্ষে এই বিমান সংস্থা ৪৫ বিলিয়ন টাকা (১২৪ মিলিয়ন ডলার) লোকসান করেছে। “এটা উচিত নয় যে এই ক্ষতিটা দরিদ্রতম দরিদ্রদের বহন করতে হবে যারা বিমানে কোনওদিন পা অবধি রাখেননি,” বলেন বিক্রমাসিংহে।