কলকাতা

এসএসসি দুর্নীতি কাণ্ডে ধৃত ‘মিডল ম্যান’ পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন কুমার রায় তোলা হল আদালতে

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার এক বড় ব্যবসায়ীকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম প্রসন্ন কুমার রায়। নিউটাউনের বাসিন্দা ধৃত প্রসন্ন কুমার রায়। নিউটাউনের অফিস থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার নিজাম প্যালেসের সিবিআই অফিসে। জানা যাচ্ছে, নিউটাউনের বড় ব্যবসায়ী প্রসন্ন কুমার রায়কে এলাকার মানুষ পার্থ চট্টোপাধ্য়ায়ের ভাগ্নি জামাই বলে চেনেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অযোগ্য প্রার্থীদের সঙ্গে এসএসসি নিয়োগ কর্তাদের  যোগাযোগ করিয়ে দিতেন তিনি। আর এই মিডিল ম্যান হিসেবে কাজ করার জন্য টাকাও নিতেন। আজ ধৃত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্নকুমার রায়কে নিয়ে যাওয়া হয় আলিপুর আদালতে। সূত্রের খবর, এই প্রসন্ন কুমার রায়ের একাধিক কোম্পানি রয়েছে। সেই কোম্পানির নামে তাঁর প্রচুর সম্পত্তিও রয়েছে। নিউটাউন-রাজারহাট এলাকায় প্রচুর সম্পত্তি আছে তাঁর। রাজারহাটের ধারসা মৌজায় প্রায় ১০ কাটা জায়গার উপর বাংলো বাড়ি। বলাকা আবাসনেও ফ্ল্যাট। সেখানেও মাঝেমধ্যে যেতেন প্রসন্ন কুমার রায়। গত দু’মাস আগে তিনি ওই ফ্ল্যাটে যান। শুধু তাই নয় নিউটাউনের একাধিক জায়গায় জমি, গেস্ট হাউজ রয়েছে। রাজ্যের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতেও রয়েছে রিসর্ট, বাংলো ও হোটেল।