নয়াদিল্লি স্টেশনে আবারও পদপিষ্টের পরিস্থিতি। একের পর এক পাঁচটি দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হয়। যার জেরে ১২ এবং ১৩ নম্বর প্ল্যাটফর্মে দেখা যায় অস্বাভাবিক ভিড়ের পরিস্থিতি। যদিও এই ভিড়ের পরিস্থিতি তৈরি হওয়ার পর কোনও অঘটন ঘটেনি। পূর্ববর্তী পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে গ্রহণ করা হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। এড়ানো সম্ভব হয়েছে দুর্ঘটনা। তবে রেলের তরফ থেকে পরবর্তী সময়ে, নয়াদিল্লি স্টেশনে কোনও সমস্যা হয়নি বলেই জানানো হয়। দিল্লি পুলিশ সূত্রে খবর, নয়া দিল্লি স্টেশনের ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মে মূল সমস্যাটি তৈরি হয়েছিল। তবে পুলিশের তরফ থেকে ভিড় নিয়ন্ত্রন করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। যার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে রেল দাবি করে, দিল্লি স্টেশনে অতিরিক্ত ভিড় হলেও সেখানে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। সিসিটিভি ফুটেজ সামনে এনে রেলের দাবি, পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। প্রসঙ্গত, এই নয়া স্টেশনেই কুম্ভ মেলা চলাকালীন বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল। অস্বাভাবিক মাত্রায় পুণ্যার্থীদের ভিড় বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়নি। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ১৮ জনের। এই মৃত্যুর ঘটনায় রেলের গাফিলতিকেই দায়ী করা হয় বলে জানা গিয়েছে। তবে রবিবার প্রশাসনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য বিপুল পরিমান ভিড় সামাল দেওয়া সম্ভব হয়েছে রেলের।
