কলকাতা

২টি বুথেই ফের ভোট, জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন

গতকাল যে সমস্ত পৌরসভায় নির্বাচন ছিল, তার মধ্যে ২টি পৌরসভার ২টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন ৷ গতকালের ভোট শেষে সোমবার সকাল ৮টা থেকে সমস্ত অভিযোগ খতিয়ে দেখেন কমিশনের আধিকারিকরা ৷ তার পরই তাঁরা এই সিদ্ধান্ত নেন ৷ কমিশন জানিয়েছে, শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে এবং দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বুথে ওই পুনর্নির্বাচন হবে ৷ শ্রীরামপুরের মহেশ কলোনী যুব কিশোর সঙ্ঘ ও দক্ষিণ দমদমের লেক পয়েন্ট স্কুলে ওই ভোট নেওয়া হবে ৷ কী কারণে এই দুই বুথে ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত হল, তাও জানিয়েছে কমিশন ৷ তাদের বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ভোট হয়নি এই দুই বুথে । তাই এই সিদ্ধান্ত ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল রাজ্যের ১০৮টি পৌরসভার নির্বাচন ছিল৷ দিনভর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ছবি সামনে এসেছে ৷ বিরোধীরা প্রতিটি ক্ষেত্রেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে ৷ প্রতিবাদে আজ বনধ ডাকে বিজেপি ৷ কমিশনের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট৷ বিরোধীরা অবশ্য সামগ্রিক পৌরভোটই বাতিল করে নতুন করে নির্বাচন করানোর দাবি জানিয়েছিল ৷ কিন্তু কমিশনের সিদ্ধান্ত থেকে স্পষ্ট যে তারা রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির দাবিকে আমল দেয়নি ৷