কলকাতা

কেন্দ্রীয় বাহিনী নয়, পুরভোটে রাজ্য পুলিশেই আস্থা রাজ্য নির্বাচন কমিশনের

কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়েই হবে ১০৮টি পুরসভার ভোটগ্রহণ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশের চব্বিশ ঘণ্টার মধ্যেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ দিন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজি, আইজি (আইনশৃঙ্খলা)-র সঙ্গে বৈঠক করে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল কমিশন৷ যদিও কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল৷ আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোটগ্রহণে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা৷ তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার কমিশনের উপরেই ছেড়েছিল কলকাতা হাইকোর্ট৷ বুধবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে কমিশনকে৷ সেই মতোই বুধবার তড়িঘড়ি রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজি, আইজি (আইনশৃঙ্খলা)-র সঙ্গে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার৷ প্রাথমিক ভাবে পুরভোটে প্রায় রাজ্য পুলিশের চল্লিশ হাজার বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছিল৷ বুধবারের বৈঠকে ভোটের নিরাপত্তায় আরও চার হাজার বাহিনী বাড়ানো হয়েছে৷ প্রতিটি বুথে একজন করে সশস্ত্র পুলিশকর্মী থাকবেন৷ এরিয়া ডোমিনেশনে র‍্যাফ, ইএফআর ব্যবহার করা হবে৷ প্রতিটি জেলার দায়িত্বে একজন করে ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক থাকবেন৷ তার অধীনে ৫-৬ জন এসপি পদমর্যদার পুলিশ আধিকারিক থাকবেন। ডিআইজি পদমর্যাদার আধিকারিক সরসরি যোগাযোগ রাখবেন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে।