কলকাতা

রাজ্যে আরও ১৫ দিন বাড়ল বিধিনিষেধ, আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন

আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ বাড়াল নবান্ন। রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ঘরের বাইরে বেরোনো নিষিদ্ধই থাকছে। যদিও ছাড় রয়েছে জরুরি পরিষেবার ক্ষেত্রে। স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে আপাতত চাকা গড়াচ্ছে না লোকাল ট্রেনের । বুধবার নবান্নে তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করেই আরো ১৫ দিন বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হল। উপরোক্ত বিধি ছাড়াও মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার ও যথাসম্ভব কোভিডবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় অভিযুক্তের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন। ফলে তার প্রভাব পড়ছে লোকাল ট্রেনের উপর। যদিও স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। কিন্তু নিত্যযাত্রীদের দাবি, লোকাল ট্রেন চালু না হলে প্রতি দিন কাজে যেতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। সামান্য যে কয়েকটি ট্রেন চলছে তাতে উপচে পড়ছে ভিড়। ফলে পেটের টানে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে।বিধিনিষেধের কারণে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত্রিকালীন কার্ফু। সব অফিস এবং কর্ম প্রতিষ্ঠানগুলিকে কোভিডবিধি মেনে চলতে বলা হয়েছে নয়া এই নির্দেশিকায়। উল্লেখ্য, ৩ কেন্দ্র ভোটের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচনের আগে যাতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।  জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন মুখ্যসিচিব। সূত্রের খবর, মিনিট পঁয়তাল্লিশের এই বৈঠকেই তিনি জানান, ভোটের আগে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হলে নির্বাচন কমিশন সরকারের দিকেই আঙুল তুলবে। কারণ ভোটের আয়োজন করলে যে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে সে ব্যাপারে আমরাই কমিশনকে আশ্বস্ত করেছি। তাই আগেভাগে সতর্ক হওয়া দরকার। পাশাপাশি কোভিড প্রোটোকল যাতে ঠিকভাবে মেনে চলা হয়, সেদিকেও নজর দিতে বলেছেন মুখ্যসচিব।