জেলা

রামপুরহাটের ঘটনার তদন্তে সিট গঠন করল রাজ্য সরকার, বসিয়ে দেওয়া হল ওসি-কে, অপসারিত এসডিপিও

রামপুরহাটের বকটুই গ্রামের ঘটনার আসল কারণ কী? তা জানতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কোনও দুর্ঘটনা নাকি-এর পিছনে কোনও দুষ্কৃতীদের হাত রয়েছে তা নির্দিষ্টভাবে জানতে সিট গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপরেই মুখ্য সচিব, বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা ও ডিজি মনোজ মালব্যর সঙ্গে। এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং-এর নেতৃত্বে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। যাতে রয়েছেন মিরাজ খালিদ ও সঞ্জয় সিং। জেলাশাসক এর কাছ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন। রামপুরহাটে ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিল রাজ্য। এই তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। এই ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজ’ করা হয়েছে। আপসারিত করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকে। রাজ্য পুলিশের ডিজি বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছে ঘটনার পূর্ণাঙ্গ রির্পোট চেয়েছেন।