কলকাতা

রাখি পূর্ণিমায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

আগামী ১১ অগাস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। নবান্ন থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ অগাস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতরে ছুটি থাকবে। ছুটি থাকবে রাজ্যের সমস্ত পুরসভা এবং কর্পোরেশন৷ একইসংগে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে। ছুটি থাকবে কলেজও৷ ছুটি ঘোষণা করায় খুশি সরকারি কর্মীরাও। এই ছুটি ঘোষণার ফলে আগামী সপ্তাহের শেষ রাজ্য সরকারি কর্মচারীদের টানা ৫ দিনের ছুটি পাওয়ার সুযোগ সামনে চলে এলো৷ কারণ ১১ অগাস্ট বৃহস্পতিবার রাখী উপলক্ষে ছুটি দিল রাজ্য৷ ১৩ এবং ১৪ অগাস্ট যথাক্রমে শনি ও রবিবার৷ ১৫ অগাস্ট সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি৷ ফলে শুধুমাত্র ১২ অগাস্ট একটি অতিরিক্ত ছুটি নিলেই টানা পাঁচ দিন ছুটি উপভোগ করা যাবে!