কলকাতা

কলকাতায় পথচলা শুরু লেডিস স্পেশ্যাল বাসের

মহিলাদের জন্য রয়েছে বিশেষ ট্রেন ‘লেডিস স্পেশ্যাল’। এছাড়া রাজ্যে মহিলাদের জন্য বেশকিছু সরকারি প্রকল্পও রয়েছে, যার অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। আর এবার মহিলাদের জন্য আরও এক উদ্যোগ রাজ্য সরকারের। মঙ্গলবারই চালু হচ্ছে ‘লেডিস স্পেশ্যাল’ বাস। এর ফলে অফিস যাতায়াত বা অন্যান্য প্রয়োজনে গন্তব্যে পৌঁছতে মহিলাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। মহিলাদের জন্য লেডিস স্পেশ্যাল বাস চালানোর কথা ঘোষণা করেছিল রাজ্য পরিবহণ দফতর। সেইমতোই আজ মঙ্গলবার থেকে চালু হয়ে গেল লেডিস স্পেশ্যাল বাস। হাওড়া থেকে এই বাসের উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। দফতরের এমন উদ্যোগে খুশি মহিলা যাত্রীরা। তাদের বক্তব্য, লেডিস স্পেশ্যাল বাসে তারা আরও নিরাপদ এবং সুরক্ষিতভাবে যাত্রা করতে পারেন। এদিন এই বিশেষ বাস উদ্বোধন করে পরিবহণ মন্ত্রী বলেন, ‘রোজ সকাল ৯টা ৩০ মিনিটে হাওড়া থেকে মহিলা স্পেশ্যাল বাস চলবে বালিগঞ্জের উদ্দেশ্যে। বাসটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছাবে। বিকেল ৫টা ৩০ মিনিটে বাসটি আবার বালিগঞ্জ থেকে একই রুটে হাওড়ার উদ্দেশ্যে আসবে। এই বাসের চালক পুরুষ থাকলেও কন্ডাক্টরও মহিলা।’ তিনি জানান, হাওড়া থেকে আপাতত ১ টি বাস চালু হলেও পরবর্তী সময়ে যাত্রীদের সংখ্যা বুঝে সংখ্যা বাড়ানো হতে পারে। পরিবহণ মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী সার্বিকভাবে উন্নয়নের জন্য চেষ্টা করছেন। তাঁর উদ্যোগে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই হল আমাদের লক্ষ্য। তাই মহিলাদের জন্য এই বিশেষ বাস চালু করেছি। এখন আপাতত ১টি বাস চললেও পরবর্তীকালে চাহিদা যদি বাড়ে সেক্ষেত্রে বাস বাড়ানো নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।’ তিনি আরও জানান, হাওড়ায় এই বাস স্ট্যান্ডের যে টিকিট কাউন্টার রয়েছে সেটি কিছুদিনের মধ্যেই সংস্কার করা হবে। মহিলাদের জন্য বিশেষ বাস চালু হওয়ায় খুশি যাত্রীরা। কলকাতার মহিলারা ছাড়াও বিভিন্ন জেলা থেকেও হাজার হাজার মহিলা কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য রোজ শহরে আসেন। ভিড় বাসে ঠাসাঠাসি করে যেতে হয় মহিলা যাত্রীদের। ফলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখিনও হতে হয় তাঁদের। সেক্ষেত্রে এই বাস চালু হলে ওই ধরনের সমস্যা অনেকটা এড়ানো সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে।