জেলা

ছট পুজোয় রাজ্য সরকারি কর্মচারীদের ২দিন ছুটি

এবারও ছট পুজো উপলক্ষে দু’দিন ছুটি পাবেন কর্মীরা। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আগামী ১০ ও ১১ নভেম্বর ছট পুজো উপলক্ষে বন্ধ থাকবে সব সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। শারদোত্‍সবের ছুটির রেশ কাটতে না কাটতেই ফের ছুটির ঘোষণা রাজ্যে। ফলে খুশি সরকারি কর্মচারীরাও। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবার ছট পুজোর ছুটির দিন একটু পরিবর্তন হচ্ছে। ছটপুজো উপলক্ষে ৯ ও

 

১০ নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছিল। তা পরিবর্তিত হয়ে ১০ ও ১১ নভেম্বর ছুটি থাকছে। গত তিন বছর ধরে ছটপুজোয় দুদিন ছুটি দেওয়া হচ্ছে। এবারও তার অন্যথা হচ্ছে না। শুধু দিন পরিবর্তন হচ্ছে। একদিন করে পিছিয়ে যাচ্ছে ছুটির দিন। নবান্নের তরফে বলা হয়েছে, বুধবার অর্থাৎ ১০ নভেম্বর ছট পুজোর দিন ছুটি পাবেন সমস্ত রাজ্য সরকারি কর্মীরা। তারপরের দিন অর্থাৎ ১১ তারিখও থাকবে ছুটি। তবে করোনা পরিস্থিতিতে ছট পুজো উদযাপনের ক্ষেত্রেও মানতে হবে একাধিক নিষেধাজ্ঞা।