আগামী ২৭ অক্টোবর রেড রোডে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল। দেশি-বিদেশি অতিথিদের সামনে ইউনেস্কোয় স্থান পাওয়া বাংলার এই শ্রেষ্ট উৎসব ভিন্ন আঙ্গিকে উঠে আসবে। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সাল থেকে এই কার্নিভাল শুরু হয়েছে। কোভিড পর্বে ২০২২ ও ২১ সালে বন্ধ ছিল কার্নিভাল। এই কার্নিভালে বৃহত্তর কলকাতার সেরা পুজো কমিটিগুলির প্রতিমা ঐতিহাসিক রেড রোড দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে সোজা নিরঞ্জনের উদ্দেশ্যে যাত্রা করে। রাজ্য সরকারের উদ্যোগে দশমীর পর ফের দর্শন মেলে দশভুজার। আগামী পরশু, শুক্রবার এই কার্নিভাল শেষে সাধারণ দর্শকদের বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা করছে পরিবহণ দপ্তর। ওইদিন মধ্যরাত পর্যন্ত সরকারি-বেসরকারি বাস, মেট্রো এবং ট্রেন চালাতে যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। পরিবহণ দপ্তরের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে শুক্রবার কেবলমাত্র রেড রোড কার্নিভালের জন্য ২৩টি অতিরিক্ত সরকারি বাস চলবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট রুটগুলি হল, এসপ্ল্যানেড-গড়িয়া (২টি), এসপ্ল্যানেড-নিউ টাউন (২টি), এসপ্ল্যানেড-ডানলপ/বালিগঞ্জ (২টি), এসপ্ল্যানেড-গড়িয়া (২টি), হাওড়া-ইডেন গার্ডেন-গড়িয়া (১টি), এসপ্ল্যানেড-পাটুলি (২টি), এসপ্ল্যানেড-যাদবপুর (২টি), এয়ারপোর্ট-নবান্ন (২টি), এসপ্ল্যানেড-নিউ টাউন (২টি), এসপ্ল্যানেড-ঠাকুরপুকুর (১টি), এসপ্ল্যানেড (আমতলা), এসপ্ল্যানেড-গড়িয়া (২টি) এবং এসপ্ল্যানেড-পর্ণশ্রী (১টি)। রুটগুলিতে স্বাভাবিক পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট এই বাসগুলি শুধুমাত্র ওইদিন বেশিরাতের দিকে চলবে। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস-মিনিবাস পরশু দিন মধ্যরাত পর্যন্ত রাস্তায় রাখার আবেদন জানানো হয়েছে। পরিবহণ দপ্তরের তরফে সমস্ত বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকে লিখিতভাবে রেড রোড কার্নিভালে জন্য পর্যাপ্ত বাস চালাতে বলা হয়েছে। একই সঙ্গে শহরের অন্যতম সেরা পরিবহণ মাধ্যম কলকাতা মেট্রো পরিষেবা শুক্রবার বেশি রাতে চালু রাখার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডিকে এ নিয়ে চিঠি দিয়েছেন পরিবহণ দপ্তরের স্পেশাল কমিশনার। সেখানে তিনি লিখেছেন, কার্নিভাল ফেরত দর্শকদের জন্য মধ্যরাত পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রাখতে হবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে এই বিশেষ ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে। সূত্রের দাবি, পরশু অন্যান্য দিনের মতোই দিনের শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে যাত্রা করবে। তারপর মধ্যরাতে এসপ্ল্যানেড থেকে উত্তর ও দক্ষিণমুখী এক কিংবা দুই জোড়া বাড়তি রেক চালানো হবে। একইভাবে হাওড়া ও শিয়ালদহ থেকে ওই দিন শেষ লোকালের সময়সীমা বাড়ানো বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রেলের।
বিশেষ পরিষেবা দেবে মেট্রো
এদিকে শুধু বাস নয়, কলকাতা মেট্রোও এই দিন মধ্যরাত পর্যন্ত পরিষেবা প্রদানের কথা ঘোষণা করেছে। ওইদিন মেট্রোর ব্লু লাইন, অর্থাৎ উত্তর-দক্ষিণ করিডোরে মিলবে বিশেষ পরিষেবা। ২৩৪টির পরিবর্তে ২৫২টি মেট্রো পাওয়া যাবে কার্নিভালের দিন। প্রথম মেট্রো– কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ভোর ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ভোর ৬টা ৫০ মিনিটে।
অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬টা ৫৫ মিনিটে।
আর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।শেষ মেট্রো-দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে দিনের শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে ছাড়বে ১০টা ৫৮ মিনিটে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত্রি ১১টায় ছাড়বে।
অন্যদিকে দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত্রি ৯টা ৪০ মিনিটের পরিবর্তে ছাড়বে ১১টা ১০ মিনিটে।
আর কবি সুভাষ থেকে দমদমের জন্য শেষ মেট্রো রাত্রি ৯টা ৪০ মিনিটের বদলে ছাড়বে রাত্রি ১১টা ১০-এ।
বাস রুটে
এক্ষেত্রে রাজ্য পরিবহণ নিগম ওই দিন এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে ২৩টি বিশেষ বাস চালাবে বলে জানা যাচ্ছে। মধ্যরাত পর্যন্ত মিলবে পরিষেবা। সেক্ষেত্রে এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন-সহ রুটে অতিরিক্ত বাস চালানো হবে বলে জানা যাচ্ছে। এক নির্দেশিকায় রাজ্য পরিবহণ নিগম জানিয়েছে, স্পেশাল বাসগুলি বিকেল ৩-টেয় এল-২০ বাসস্ট্যান্ডে রিপোর্ট করবে। কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশ মতো পার্ক করা হবে বাসগুলি। এছাড়া যাত্রীদের সুবিধার্থে বাসের উইন্ড স্ক্রিনের বাঁ-দিকে বড় হাতের অক্ষরে রুট লেখা থাকতে হবে।