কলকাতা

আরজি কর কাণ্ডে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

আরজি কর-এ তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে  শিয়ালদহ আদালত। তবে এই রায়ে খুশি নন সমাজের বিভিন্ন অংশের মানুষ। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। আজ, মঙ্গলবার সকালে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাডভোকেট জেনারেল। দুই বিচারপতির বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।