আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিং পাড়ার কাছে হামলার মুখে পড়ে দিলীপ ঘোষের কনভয় । ভাঙা হয়েছে বিধায়ক উইলসন চম্প্রমারির গাড়ির কাচও। দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়ারও অভিযোগ উঠেছে। তবে অল্পের জন্য রেহাই পেয়েছে তাঁর গাড়ি ।বৃহস্পতিবার জয়গাঁর ভুটান পাহাড় সংলগ্ন খোকলাবস্তির বৃহস্পতি বাজার এলাকায় বিজেপির জনসভার আয়োজন করা হয়। এদিন সকাল থেকে হাসিমারা থেকে জয়গাঁ পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তা জুড়ে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। দলসাংপাড়া পার করে জিএসটি মোরে দিলীপ ঘোষের কনভয় পৌঁছোতেই দিলীপ ঘোষকে কালো পতাকা দেখান তৃণমূল ও বিমল গুরুং পন্থি সমর্থকরা। তাঁরা দিলীপ ঘোষ গো ব্যাক শ্লোগান তুলতে শুরু করেন। এরপর বিজেপির মিছিল জয়গাঁ শহর পরিক্রমা করে জনসভাস্থলে যাওয়ার সময় সুমসুমি বাজার এলাকায় ফের দিলীপ ঘোষকে কালা পতাকা দেখানো হয়। অভিযোগ ভিড়ের মধ্যে থেকেই মিছিলের ওপর ইট, পাথর দিয়ে ঢিল মারা শুরু হয়। যদিও এদিন পুলিশি সক্রিয় থাকায় বড় অশান্তি এড়ানো সম্ভব হয়। দিলীপ ঘোষ বলেন, ‘পাহাড় ও ডুয়ার্সের মানুষ বিজেপিকে ভালোবাসেন। তাই বিমল গুরুং, বিনয় তামাং তৃণমূলকে সমর্থন করলেও বিজেপির কোনএ ক্ষতি হবে না’। এদিন দিলীপ ঘোষ ছাড়াও জনসভায় তৃণমূলকে বিঁধে বক্তব্য দেন দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা, সাংসদ জন বারলা, বিধায়ক মনোজ টিগ্গা প্রমুখ।