নতুন মডেলের ভলভো বাস পথে নামাতে চলেছে রাজ্য সরকার । এই প্রথমবার প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয় করে একেবারে সাম্প্রতিক মডেলের 9600-ভলভো বাস কিনল রাজ্য পরিবহণ নিগম । একাধিক দূরপাল্লার রুটে দ্রুত পরিষেবায় যুক্ত করা হবে এই ৬টি বিলাসবহুল ভলভো বাস । এতদিন পর্যন্ত একাধিক যাত্রীবহুল এবং জনপ্রিয় রুটে বেসরকারি পরিবহণ সংস্থাগুলি এই ধরনের সাম্প্রতিক মডেলের বিলাসবহুল ভলভো বাস চালিয়ে একচেটিয়া ব্যবসা করে আসছে । তবে এক্ষেত্রে পিছিয়ে ছিল রাজ্য পরিবহণ বিভাগ । এবার রাজ্যের পরিবহণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে একেবারে সাম্প্রতিক মডেলের 9600 B8R 12.2M Euro VI সিটার কোচ বিলাসবহুল বাস । এর ফলে গণপরিবহণ ব্যবস্থা আরও বেশি মসৃণ ও উন্নত হবে । অনেক সময়েই বিভিন্ন কর্পোরেট সংস্থা এই ধরনের বিলাসবহুল বাস ভাড়া করার আবেদন নিয়ে এসেছে পরিবহণ দফতরের কাছে । কিন্তু তাদের কাছে এই ধরনের বাস না থাকায় সেই সব কর্পোরেট সংস্থার সঙ্গে ব্যবসা করার সুযোগ হাতছাড়া হয়েছে পরিবহণ নিগমের । সেই সুযোগে ব্যবসা করেছে বেসরকারি পরিবহণ সংস্থাগুলি । পরিবহণ দফতরের আধিকারিক জানিয়েছেন যে, “যেহেতু আমাদের শহরে এখন খেলা লেগেই থাকে, তাই আইপিএল বা ডুরান্ড কাপের সময় বাস ভাড়া নেওয়ার আবেদন আসে ক্রীড়া কর্তৃপক্ষের কাছ থেকে । তবে প্রতিবারই তাঁদের ফিরিয়ে দিতে হয় । এছাড়াও একই রুটে যেখানে সরকারি বাসও রয়েছে এবং বেসরকারি ভলভো বাসও রয়েছে, সেখানে আরামের দিক থেকে যাত্রীদের ভলভো বাস বেশি পছন্দের । তাই সবদিক বিবেচনা করেই সম্প্রতি রাজ্য পরিবহণ দফতর ছয়টি ভলভো বাস কেনার সিদ্ধান্ত নেয় ।”
