দেশ

করোনায় মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য, সুপ্রিমকোর্টকে জানাল কেন্দ্রীয় সরকার

করোনা মহামারির গ্রাসে বিশ্ব ৷ ব্যক্তিক্রম নয় ভারতও ৷ এখনও পর্যন্ত কোভিডে দেশে ৪ লক্ষ ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ কী দেওয়া হবে, তা নির্ধারণ করতে কেন্দ্রীয় সরকারকে বারবার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।  আজ সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্র, যে কোভিডে মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আর সেই টাকা দেবে রাজ্য সরকার। গত বছর থেকে এ পর্যন্ত যাঁরা কোভিডে মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে তো ক্ষতিপূরণ দিতেই হবে। পাশাপাশি পরবর্তীকালে কোভিডে কারও মৃত্যু হলে তাঁর পরিবারকেও ক্ষতিপূরণ দিতে হবে। সেকথাও জানিয়ে দিল কেন্দ্র। সুপ্রিম কোর্টে এদিন হলফনামা পেশ করেছে কেন্দ্র। তাতে বলেছে, রাজ্যের হাতে বিপর্যয় মোকাবিলার জন্য যে তহবিল থাকে, তা থেকেই ক্ষতিপূরণ দিতে হবে। জেলার বিপর্যয় মোকাবিলা বিভাগ বা জেলা প্রশাসনের মাধ্যমে ওই ক্ষতিপূরণের টাকা মৃতদের পরিবারকে দিতে হবে। ২০২০ সালের জানুয়ারিতে প্রথম এদেশে থাবা বসায় কোভিড। সেই থেকে এখন পর্যন্ত দেশে প্রায় ৪ লক্ষ ৪৫ হাজার জন কোভিডে মারা গিয়েছেন। অনেক রাজ্যের সরকারই মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। বিহার সরকার ৪ লক্ষ টাকা, মধ্যপ্রদেশ ১ লক্ষ টাকা এবং দিল্লির সরকার মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং সঠিক পলিসি মেনে ডেথ সার্টিফিকেট ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে দু’টি পৃথক মামলা করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে গত জুন মাসেই শীর্ষ আদালত কেন্দ্রকে সাফ জানিয়ে দেয়, করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে। এই মর্মে কেন্দ্রীয় সরকারকে নির্দেশিকা তৈরি করার আদেশও দেয় শীর্ষ আদালত। করোনায় মৃতদের ক্ষেত্রে ঠিক কত পরিমাণ ক্ষতিপূরণ, কোন পদ্ধতিতে তা দেওয়া হবে, সবটাই হলফনামা আকারে জানানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত