দেশ

ক্রেতা সেজে ঝাড়খণ্ডের বেআইনি অস্ত্র কারখানায় হানা কলকাতা পুলিশের এসটিএফের ,গ্রেফতার ৬

ক্রেতা সেজে ঝাড়খণ্ডের দুমকায় এক আগ্নেয়াস্ত্র কারখানায় হানা দিল কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা । সেখান থেকে গ্রেফতার করা হল ৬ জনকে ৷ জানা গিয়েছে, কিছুদিন আগেই কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা শেক মকবুল ওরফে রাজেন্দ্র কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে । তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে উঠে আসে একাধিক তথ্য। জানা যায়, ঝাড়খণ্ডের দুমকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা আছে। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র একাধিক জেলায় ছড়ানো হচ্ছে। এরপরেই কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা শেক মকবুলকে সঙ্গে নিয়ে আগ্নেয়াস্ত্র কেনার খদ্দের সেজে হানা দেয় দুমকার ওই কারখানায়। এরপরে সেখানকার পুলিশের সাহায্যে এক মহিলা-সহ মোট ৬ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা। ধৃতদের নাম মহম্মদ সনু সুদ, বিট্টু কুমার, মহম্মদ মিরাজ আলম, মহম্মদ তেবরাজ, মহম্মদ মুজাহিদিন ও রাই দেবী। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা।