জেলা

পাথর ছুড়ছে বাংলাদেশিরা! সীমান্তে আহত বিএসএফ জওয়ান

ফের অশান্ত ভারত-বাংলাদেশ সীমান্ত । এবার সেই সুকদেবপুরেই ছড়িয়ে পড়ল অশান্তি। জানা গিয়েছে, শনিবার দুপুরের দিকে আচমকা পাথর ছোড়া হয় বাংলাদেশ থেকে। সেই দেশের বাসিন্দারা এই কাজ করেছেন বলে অভিযোগ তুলছেন মালদহ জেলার এই সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। বাংলাদেশিদের ছোড়া পাথরে একজন বিএসএফ জওয়ান জখম হয়েছে বলে খবর। আহত জওয়ানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি ফের উত্তপ্ত হয়েছে।