ফের পাথর ছোঁড়া হল বন্দে ভারত এক্সপ্রেসে। শনিবার দুপুরে ধারওয়াড়-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেসের জানলায় পাথর ছোঁড়া হয়। কাচের জানলার বেশ খানিকটা অংশ ভেঙে যায়। তবে তার জন্য রেল পরিষেবা ব্যাহত হয়নি। নির্দিষ্ট সময়েই গন্তব্যে পৌঁছেছে ট্রেনটি। যাত্রীরাও সকলে নিরাপদে রয়েছেন বলেই আরপিএফ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, শনিবার দুপুর ৩টে ৪০ নাগাদ দাভানগেরে স্টেশনে হল্ট দেওয়ার পরে বন্দে ভারত এক্সপ্রেস ফের রওনা দেয়। তার কিছুক্ষণ পরেই সুপারফাস্ট ট্রেন লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। সি-৪ কোচের চেয়ার কার তাক করেই পাথর ছোঁড়া হয়। পাথরের আঘাতে ভেঙে যায় জানলার কাচ। তবে ভিতরের দিকে কাচে কোনও সমস্যা হয়নি। যাত্রীরাও নিরাপদেই ছিলেন।