কলকাতা

দুর্গোৎসব এবার বন্ধ করুন, করোনা আবহে আবেদন দিলীপ ঘোষের

আজ দিলীপ ঘোষ বলেন,”পুজো কমিটি ও সাধারণ নাগরিকদের কাছে আবেদন করব দুর্গাপুজো অবশ্যই করুন, তবে দুর্গোৎসব-টা এবার বন্ধ করুন। দুর্গাপুজো করুন। ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনা করুন।”বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ”প্রার্থনা করুন মায়ের আশীর্বাদে যেন তাড়াতাড়ি এই মহামারি থেকে মুক্তি পাই।  মায়ের আশীর্বাদে তা সম্ভব।” মণ্ডপের চারপাশ খোলা রেখে, স্যানিটাইজারের ব্যবস্থা করে পুজো আয়োজনের অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে দিলীপ বলেন,”দিদিমণি যখন উৎসব করতে বলেন, তখন চিন্তা হয়। হোলি হয়নি, রামনবমী, পয়লা বৈশাখ, ইদ এবং মহরমও হয়নি। হোলির যে খামতি ছিল, পূরণ করে দিয়েছেন মুখ্যসচিব। গতকাল বলেছিলেন,হোলির রং দেওয়া হয়েছিল।”