দিল্লি, হিমাচল, উত্তরাখণ্ডের পর বৃষ্টিতে ভাসছে গুজরাত। মঙ্গলবার অতি থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে গুজরাটের বিস্তীর্ণ এলাকায়। রাজকোট, সুরাট, গিরি সোমনাথ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। মাত্র চার ঘণ্টায় জেলাগুলিতে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৭০ জন বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বৃষ্টিবিধ্বস্ত গুজরাতের একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একাধিক রাস্তা জলমগ্ন। গাড়ি আটকে পড়েছে। দোকানপাট বন্ধ। আইএমডি ইতিমধ্যেই আগামী কয়েক দিন সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। রাজ্য বিপর্যয় বাহিনী জানিয়েছে, মঙ্গলবার থেকে এখনও অবধি সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গির সোমনাথ, রাজকোট, সুরাট ও জুনাগড়ে। এই পরিস্থিতিতে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বৃষ্টিতে বিধ্বস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।