কলকাতা

কর্মবিরতি চলছে ২৮ দিন ধরে, বাতিল ৬ হাজার ৫০০ সার্জারি, চিকিৎসা থেকে বঞ্চিত প্রায় ৬ লক্ষ মানুষ!

সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির জেরে ৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রথম ১৫ দিনে রাজ্যের প্রায় ৬ লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। ৫ তারিখ ২৮ দিনে পড়েছে কর্মবিরতি। বাতিল হওয়া বা পিছিয়ে যাওয়া অপারেশনের সংখ্যা এখন প্রায় সাড়ে ৬ হাজার। পিজি হাসপাতালে ১-৮ আগস্ট পর্যন্ত সব বিভাগ মিলিয়ে ৯১০টি বড় অপারেশন হয়েছিল। সেখানে ৯ থেকে ২০ তারিখের (তিনটি ছুটির দিন মিলিয়ে) মধ্যে অপারেশন সংখ্যা কমে গিয়েছে অর্ধেকের বেশি (৪৫০)। আন্দোলনের ভরকেন্দ্র আর জি কর মেডিক্যাল কলেজে ৯ তারিখের আগে ট্রমা কেয়ার ওটি, ইএনটি ওটি, বার্ন ওটি, এসওটি, নিউরো ওটি, আই ওটি, গাইনি ওটি মিলিয়ে গড়ে ৮৫টি বড় অপারেশন হতো। আর এখন? রোজ গড়ে ১০টি অপারেশনও হয় কিনা সন্দেহ! কমবেশি এক অবস্থা শহরের বাকি মেডিক্যাল কলেজগুলিতে। এই আবহে বুধবার সর্বভারতীয় আইএমএ ফের ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছে।