দেশ

করোনার বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের লড়াইকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লিঃ স্বাস্থ্যকর্মীরা অতিমহামারীর বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ‘করোনা যোদ্ধাদের বিরুদ্ধে হিংস্রতা, গালিগালাজ, খারাপ ব্যবহার মেনে নেওয়া হবে না।’ তিনি এও বলেন, করোনা ভাইরাস হল অদৃশ্য শত্রু। কিন্তু আমাদের দেশে যাঁরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করছেন, তাঁরা অপরাজেয়। করোনা অতিমহামারী ঠেকাতে দু’মাস ধরে লকডাউন হয়ে আছে ভারত। ১ জুন থেকে সরকার ধাপে ধাপে কয়েকটি নিষেধাজ্ঞা শিথিল করার কথা ঘোষণা করেছে। এই পরিপ্রেক্ষিতে মোদী বলেন, ‘ভাইরাস অদৃশ্য শত্রু হতে পারে। কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মীরা অপরাজেয়। তাঁরা নিশ্চিতভাবেই জয়লাভ করবেন।’ এদিন বেঙ্গালুরুতে রাজীব গান্ধী ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর রজত জয়ন্তী উপলক্ষে ভিডিও কনফারেন্স করেন মোদী। সেখানে বলেন, ‘আমাদের করোনা যোদ্ধারা কঠোর পরিশ্রম করছেন। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সেনাবাহিনীর মতো। যদিও তাঁরা ইউনিফর্ম পরেন না।’ এরপরেই তিনি বলেন, ‘করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে যাঁরা লড়াই করছেন, তাঁদের ওপর যদি কেউ হামলা করেন, কেউ যদি তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আমরা বরদাস্ত করব না।’ ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯০ হাজারের কিছু বেশি। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মৃতের সংখ্যা ৫৩০০। মোদী বলেন, ‘সারা বিশ্ব এখন ভারতের চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের ওপরে আস্থা রাখে। তাঁদের কাছে অনেক কিছু আশা করে।’ মোদী মনে করেন, কোভিড ১৯ রোগ নিরাময়ে ভারতের বিজ্ঞানীরা সারা বিশ্বকে পথ দেখাবেন।