দেশ

কো-ভ্যাকসিন ও কোভিশিল্ডের মিলিত প্রয়োগের ফল ইতিবাচক, বাড়াছে প্রতিরোধ ক্ষমতাঃ আইসিএমআর

কো-ভ্যাকসিন এবং কোভিশিল্ড ভারতে ব্যবহার হওয়া করোনার দুই ভ্যাকসিনের মিলিত প্রয়োগ করে গবেষণা করেছিল আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ৷ সেই গবেষণার ফল প্রকাশ করল আইসিএমআর ৷ যেখানে দুই ভ্যাকসিনের মিলিত প্রয়োগ অনেক বেশি কার্যকরী বলে উল্লেখ করা হয়েছে ৷ জানানো হয়েছে, এই দু’ধরনের ভ্যাকসিনের প্রয়োগ অনেক বেশি নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ৷ প্রসঙ্গত, ১৮ জনের শরীরে কোভ্যাকসিন এবং কোভিশিল্ড করোনার দু’টি ভ্যাকসিনের একটি করে ডোজ দেওয়া হয়েছিল ৷ এর পর তাঁদের শরীরের রক্তের নমুনা সংগ্রহ করে গবেষণা চালায় আইসিএমআর ৷ সেই গবেষণাতেই দুই ভ্যাকসিনের মিলিত প্রয়োগে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ৷ আইসিএমআর-এর তরফে একটি তুলনামূলক গবেষণা করা হয় ৷ যেখানে কোভ্যাকসিন এবং কোভিশিল্ড দু’টি ভ্যাকসিন একসঙ্গে নেওয়া এবং কেবলমাত্র কোভ্যাকসিন বা কোভিশিল্ড নেওয়া ব্যক্তিদের রক্তের নমুনার তুলনামূলক গবেষণা করা হয় ৷ যে গবেষণায় করোনা থেকে বাঁচতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার বিচারে কোভ্যাকসিন এবং কোভিশিল্ড দু’টি ভ্যাকসিন একসঙ্গে নেওয়া ব্যক্তিরা অনেক এগিয়ে রয়েছেন ৷ উত্তরপ্রদেশের মোট ১৮ জনের শরীরে এই দুই ভ্যাকসিনের মিলিত প্রয়োগ করা হয় ৷ যেখানে ওই ব্যক্তিরা প্রথম ডোজে কোভিশিল্ড নেন এবং দ্বিতীয় ডোজ হিসেবে ৬ সপ্তাহ পরে কোভ্যাকসিন নেন ৷ আইসিএমআর-এর গবেষক তথা মহামারী এবং সংক্রামক রোগ বিভাগের প্রধান চিকিৎসক সমীরণ পান্ডা বলেন, ‘‘এটা একটা সাধারণ গবেষণার অংশ ছিল ৷ যখন দ্বিতীয় ডোজ দেওয়ার সময় এদের সবাইকে অসাবধানতাবশত অন্য ডোজ দেওয়া হয়েছিল ৷’’ তিনি জানিয়েছেন, এর পরেই আইসিএমআর সিদ্ধান্ত নেয় এ নিয়ে একটি গবেষণা চালানো হবে ৷ যাতে মানুষের মধ্যে ভ্য়াকসিন নিয়ে কোনও উদ্বেগ বা দ্বিধা না থাকে ৷ আর তার জন্য যে ক’জনকে দু’টি ভিন্ন ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তাঁদের সবার আলাদা আলাদভাবে রক্তের নমুনা সংগ্রহ করে গবেষণা চালানো হয় ৷ এই ১৮ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং ৭ জন মহিলা ছিলেন ৷ এঁদের মধ্যে একজনের বয়স 62 বছর ৷