কলকাতা

‘ফাঁসিয়ে দিতে পারে রাজ্য পুলিশ’, রাজ্যপালকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর

 মন্ত্রিত্বর পর বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তারপরই তাঁর দেওয়া একটি চিঠি টুইটারে পোস্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দলত্যাগের পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে কলকাতা ও রাজ্য পুলিশ নানাভাবে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। চিঠিতে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু। আর তাই তাঁর অনুরোধ, এমন পরিস্থিতিতে রাজ্যপাল যেন গোটা বিষয়টি হস্তক্ষেপ করেন।রাজ্যপালকে দেওয়া বিস্ফোরক সেই চিঠিতে শুভেন্দু দাবি করেছেন, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এমতাবস্থায় রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতে রাজ্যের পুলিশ প্রশাসন তাঁর এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। তেমন হলে রাজ্যপাল যেন বিষয়টি গুরুত্ব দিয়ে হস্তক্ষেপ করেন। এই অনুরোধই জানিয়েছেন তিনি। চিঠিটি টুইট করে জগদীপ ধরকড় জানান, শুভেন্দু তাঁর হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। আর শুভেন্দুর এমন চিঠি যে তৃণমূলকে নতুন করে চাপে ফেলে দিল, তা বলাই বাহুল্য। 

https://twitter.com/jdhankhar1/status/1339194199069974528