সারদা কাণ্ডের সিবিআই তদন্ত নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিবিআই অধিকর্তাকে চিঠি লিখে তিনি অভিযোগ করেন, প্রায় এক যুগ হয়ে গেল, এখনও সারদা কাণ্ডের মাথাদের ছুঁতে পারেনি সিবিআই। তাই জনমানসে তাদের নিরপেক্ষতা নিয়ে নানা সংশয় এবং প্রশ্ন দেখা দিয়েছে। বিরোধী নেতার আরও অভিযোগ, সারদা কেলেঙ্কারির মূল হোতা হলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সিবিআই তাঁকে ধরা ছোঁয়ার বাইরে রেখে দিয়েছে। চিঠিতে শুভেন্দু লিখেছেন, সারদা কাণ্ডে গ্রেফতার হওয়ার পর কুণাল ঘোষ বহুবার অভিযোগ করেছেন, সারদা কাণ্ডে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন মমতা। তাই তাঁকে এবং কুণালকে মুখোমুখি বসিয়ে জেরার দাবিও তুলেছিলেন তিনি। কিন্তু সেটা করা হয়নি। এই কেলেঙ্কারির ফাঁদে পড়ে বহু মানুষ শেষ সম্বলটুকু হারিয়েছেন। অনেকে আত্মঘাতী হয়েছেন। এই অবস্থায় শুভেন্দু মমতা এবং কুণালকে জিজ্ঞাসাবাদ করার দাবি তুলেছেন। তাঁর মতে, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। সিবিআই কেন এই তদন্তে এত গড়িমসি করছে, বিরোধী নেতা সেই প্রশ্নও তুলেছেন।