কলকাতা

এনআরএসে জটিল অস্ত্রোপচারে সাফল্য, ৩ বছরের শিশুর হাত থেকে বের করা হল কাস্তে

নদিয়ার তাহেরপুর এলাকার বাসিন্দা গৌর হালদার। পেশায় তিনি কৃষক। সকালে মাঠে চাষের কাজ করে বাড়ি ফিরেছিলেন। স্নান সেরে ভাতের গ্রাস তুলবেন এমন সময় ছেলের চিলচিৎকার। এসে দেখেন চাষের কাস্তে ৩ বছরের ছেলের বাঁ হাত ফুঁড়ে ঢুকে গিয়েছে। সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে দু’ দুটো হাসপাতালে যান। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন সেখানে হবে না এইই চিকিৎসা। পড়িমরি করে ছেলেকে নিয়ে বাবা-মা এর পর যান কৃষ্ণনগরের শক্তিপুর জেনারেল হাসপাতালে। সেখানে ভর্তি করা হয় ছোট্ট রাহুলকে। হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েও শিশুটির চিকিৎসা হয়। কিন্তু সেখানেও চিকিৎসকেরা প্রমাদ গোনেন। কলকাতার হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন তাঁরা। অবশেষে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে আসেন নদিয়ার তাহেরপুর থানার বাসিন্দা গৌর হালদার। কয়েক ঘণ্টার অপারেশনে শিশুটির হাত থেকে কাস্তে বের করে ফেলেন এনআরএস হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের প্রধান চিকিৎসক কৌশিক সাহা। জটিল অস্ত্রোপচারে রক্ষা পেল শিশুর বাঁ হাত। হাঁফ ছাড়লেন বাবা-মা।