বিদেশ

সুদানে সেনা-আধা সেনার সংঘর্ষে মৃতের সংখ্যা ছাড়াল ৩০০

সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষে তিনশোর বেশি নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন তিন হাজারের বেশি। তুমুল সংঘর্ষের মধ্যেই বুধবার ২৪ ঘন্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আধা সামরিক বাহিনী  র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। বিদ্রোহী আধা সেনাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী ২৪ ঘন্টায় কোনও হামলায় যাওয়া হবে না।’ তবে প্রতিপক্ষ সেনাবাহিনী পাল্টা হামলা চালালে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।