দেশ

রাহুলের সঙ্গে দেখা করেই কংগ্রেসে যোগ দিলেন সুদীপ রায়বর্মনের

পুরনো দল কংগ্রেসেই ফিরলেন সদ্য বিধায়ক পদ এবং বিজেপি ছাড়া সুদীপ রায়বর্মন ৷ আজ সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধির বাসভবনে যান তিনি ৷ সঙ্গে ছিলেন আশিস কুমার সাহা ৷ তিনিও গতকাল সুদীপ রায়বর্মনের সঙ্গেই বিধায়ক পদ এবং বিজেপি ছেড়েছেন ৷ গতকালই তাঁরা দিল্লি চলে আসেন ৷ আজ সকালে রাহুল গান্ধির সঙ্গে দেখা করেই সুদীপ ও তাঁর অনুগামীরা কংগ্রেসে যোগ দেন ৷ যোগদানের সময় সেখানে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও উপস্থিত ছিলেন ৷ এ দিন কংগ্রেসে যোগ দিয়ে সাংবাদিকদের সমানে সুদীপ রায়বর্মন বলেন, অনেক বিধায়কই বিজেপি ছাড়ার জন্য তৈরি হয়ে রয়েছেন ৷ কিছু, পদ্ধতিগত সমস্যার কারণে তাঁরা এখনই বিজেপি ছাড়তে পারছেন না ৷ সকলের বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে বলে জানালেন সুদীপ রায়বর্মন ৷ পাশাপাশি আগামী বছর গুজরাত এবং হিমাচলপ্রদেশের সঙ্গে ত্রিপুরার বিধানসভা নির্বাচন করানো উচিত বলে দাবি করেছেন কংগ্রেসে ফেরা ত্রিপুরার এই হেভিওয়েট রাজনীতিক ৷