এবার সারদা কর্তা সুদীপ্ত সেন এবার মুক্তির আবেদন করলেন আদালতে। সূত্রের খবর, আইনজীবীর মারফত তিনি ইডি-র আদালতে আবেদন করেছেন। আর্থিক তছরুপের অভিযোগে মামলা রুজু হয়েছিল। ২০১৩ সালে ইডি গ্রেফতার করেছিল সারদা কর্তা সুদীপ্ত সেনকে। এরপর থেকে আজ পর্যন্ত ৭ বছর ১১ মাস জেলে বন্দি সুদীপ্ত সেন। তবে এই মামলায় আগেই জামিন পেয়েছিলেন সারদা কর্ণধার। কিন্তু অর্থের অভাবে তিনি জামিনের শর্তপূরণের টাকা দিতে পারেননি। আর্থিক দুরবস্তার কারণে তিনি জামিনের ৩০ হাজার টাকার বন্ড দিতে পারেননি সেবার। সেকারণে তাই জেলমুক্তি হয়নি সুদীপ্ত সেনের। জানা যাচ্ছে, এবার আদালতে দাখিল আবেদনে সেকথার উল্লেখ রয়েছে। আবেদনে তিনি জানিয়েছেন, টাকা দিতে না পারায় প্রায় ৮ বছর বন্দিদশায় কাটছে। যে আইনে মামলা সেই মোতাবেক সর্বোচ্চ মেয়াদ ইতিমধ্যেই উত্তীর্ণ হয়ে গিয়েছে। তাই তাঁকে মুক্তি দেওয়া হোক। সুদীপ্ত সেনের আবেদনটি গ্রহণ করেছে আদালত। জানা যাচ্ছে আগামী ৪ অক্টোবর এই মামলার শুনানি।