তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ’র স্ত্রী সুজাতা খাঁ। সোমবার তৃণমূল ভবনে তাঁকে সঙ্গে নিয়ে এলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। সুজাতাকে ‘মেয়ে’ বলে পরিচয় দিয়ে হাতে দলীয় পতাকাও তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। লোকসভা ভোটে সৌমিত্র খাঁ বিষ্ণুপুর এলাকায় ঢুকে পারেননি বলে সুজাতা একাই নির্বাচনী প্রচার সামলেছেন, স্বামী জিতিয়েওছেন। এই কৃতিত্বের অধিকারী সুজাতার ভূয়সী প্রশংসা করে তাঁকে কাছে টেনে নিয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পরপরই সুজাতার এই প্রত্যাবর্তন বিশেষ তাত্পর্যপূর্ণ। সাংবাদিক সম্মেলনে সুজাতা খাঁ বলেন, মহিলা হিসেবে ভারতীয় জনতা পার্টিতে তিনি সম্মান পাচ্ছিলেন না। যা বেশ সমস্যার হয়ে উঠেছিল। এখন ঘরে ফিরে তিনি নিশ্চিন্তে শ্বাস নিতে পারছেন বলে মন্তব্য করেন। বিজেপির বিরুদ্ধে তিনি এই অভিযোগ তুললেন যে এই দল যোগ্যদের সম্মান দেয় না। শুভেন্দুর নাম না করেই ‘পচা আলু’ বলে বিঁধলেন। তাঁর মন্তব্য, ‘যে দল অন্য দল থেকে পচা আলুদের নিয়ে নেতা, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর লোভ দেখায়, সেই দল এগোতে পারে না।’ ‘একটা আলু যদি পচা হয়, তাহলে বাকি আলুও পচে যায়। সেরকম তৃণমূলে যারা পচা আলু, বিজেপিতে গিয়ে কি তারা সাফ হয়ে যাবে? এমনটা আবার হয় নাকি! উড়ে এসে জুড়ে বসা ধান্দাবাজরা টপমোস্ট হয়ে যাচ্ছে। যে দল অন্য দল থেকে পচা আলুদের নিয়ে নেতা, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর লোভ দেখায়, সেই দল এগোতে পারে না। যে দলে প্রতিনিয়ত অন্য দল থেকে পচা আলু এসে যোগ দিচ্ছে, সেই দলের আর কী হবে! দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। এই দল যোগ্যদের সম্মান দেয় না। মহিলা হিসেবে ভারতীয় জনতা পার্টিতে সম্মান পাচ্ছিলাম না। এখন ঘরে ফিরে নিশ্চিন্তে শ্বাস নিতে পারছি। রাজ্যের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা দল অন্য দলের লোভী, ভোগী, দুর্নীতিগ্রস্ত নেতাদের নিয়ে আসছে। সেই দলে থাকার কোনও অর্থ নেই বলে মনে করি।’আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ কে হবেন সেই প্রসঙ্গে গেরুয়া শিবিরকে রীতিমত অস্বস্তিতে ফেলে দিয়ে সুজাতা বলেন, ‘আমাকে অনেক জায়গায় গিয়ে শুনতে হয়েছে আপনাদের দলের মুখ কে? মুখ্যমন্ত্রী কে হবেন? তখন কিন্তু আমাদের বারবার দেখাতে হয়েছে প্রধানমন্ত্রীকেই। পরিবারের মুখিয়াই ঠিক নেই, তার মধ্যে মুখ্যমন্ত্রিত্বের লোক দেখাচ্ছে বিজেপি। ৬ জন মুখ্যমন্ত্রীর তালিকায় নাম তুলিয়েছেন, ১৩ জন উপমুখ্যমন্ত্রীর তালিকায় বিজেপির কাছে নাম তুলিয়েছেন।’ সুজাতার এদিনের ভোলবদল নিয়ে এখনও পর্যন্ত সৌমিত্র খাঁয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সুজাতাকে এদিন সাংবাদিকেরা সৌমিত্রের তৃণমূলে যোগদান নিয়ে প্রশ্ন করলে তিনি জানিয়ে দেন, ‘কে বলতে পারে আগামী দিনে সৌমিত্র খাঁ’ও আমার এই সিদ্ধান্তে সহমত হবেন না? কে-ই বা বলতে পারে যে বিজেপি রাজ্য সভাপতি আগামীতে তৃণমূলে যোগ দেবেন না?’ বিজেপিকে তৃণমূলের বি-টিম বলেও অভিহিত করেন সুজাতা খাঁ। তাঁর যুক্তি, ‘রাজ্যের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা দল অন্য দলের লোভী, ভোগী, দুর্নীতিগ্রস্ত নেতাদের নিয়ে আসছে। সেই দলে থাকার কোনও অর্থ নেই বলে মনে করি।