”মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাইরে যান আমরাও কি বোমাবাজি করতে পারিনা? কিন্তু আমরা করিনা। পরিস্থিতি যদি এই ভাবে চলতে থাকে আমরা ৩৫৬-র প্রয়োগ চাইতে বাধ্য হবো। ৩৫৬ ধারা ছাড়া তো এই রাজ্যে শান্তি সম্ভব নয় মনে হচ্ছে।” এদিন নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় এমনই বিস্ফোরক বক্তব্য সুকান্ত মজুমদারের। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব বিজেপি। নিশীথের গাড়িতে হামলার ঘটনা। দিনহাটায় গ্রেফতার আঠারোজন বিজেপি সমর্থক। উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি। দফায় দফায় উত্তেজনা দিনহাটায়। বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ। রাজ্যপালের দ্বারস্থ বিজেপি। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে সরব শুভেন্দু। নিশীথের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। রাজ্যপালের হস্তক্ষেপ চান রাজ্য বিজেপি।