দুর্ঘটনার কবলে রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। রবিবার বিকেলে একটি ফুটবল টুর্নামেন্ট থেকে ফেরার পথে নদিয়ার শান্তিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে বিজেপির রাজ্য সভাপতির কনভয়ের একটি গাড়ি। তবে বালুরঘাটের সাংসদ অবশ্য সুস্থ রয়েছেন বলেই খবর। জানা গিয়েছে, রবিবার নদিয়ার ধুবুলিয়ায় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বিকেলে সেখান থেকেই ফিরছিলেন বিজেপির রাজ্য বিজেপি সভাপতি। ফেরার পথে শান্তিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটে যায় দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হয় সাংসদ সুকান্ত মজুমদারের কনভয়ের একটি গাড়ি। স্বাভাবিকভাবেই সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান এলাকার চলাচল। পরবর্তীতে অবশ্য স্বাভাবিক হয় পরিস্থিতি।