নোদাখালি বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। চিঠিতে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নোদাখালির ঘটনায় স্থানীয় প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে তৃণমূল হয়ে কাজ করার অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার৷ চিঠির শুরুতেই রাজ্য বিজেপি সভাপতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন ৷ অর্থাৎ, বিস্ফোরণের ঘটনাটি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে ঘটেছে, সেটা তিনি শুরুতেই উল্লেখ করে দেন ৷ সুকান্ত মজুমদার চিঠিতে লিখেছেন, ‘‘আপনার দৃষ্টি একটি বিষয় আনছি যে, গতকাল সকাল ৮টা ২০ মিনিটে বজবজ ২নং ব্লকের নস্করপাড়া পঞ্চায়েতের সোনারিয়ার একটি বাড়িতে বিস্ফোরণ হয় ৷ যে এলাকা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷’’ এর পরবর্তী পর্যায়ে ঘটনায় মৃত্যু-সহ অন্যান্য প্রসঙ্গ তুলে ধরেন সুকান্ত মজুমদার ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি অভিযোগ করেছেন, বেআইনি অস্ত্র এবং বিস্ফোরক মজুত করা এবং বেআইনি কার্যকলাপের ক্ষেত্রে বাংলা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে ৷ আর এ প্রসঙ্গে, রাজ্য বিজেপি সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়েননি ৷ তাঁর অভিযোগ, ‘‘এই পরিস্থিতিতে মুখ্য়মন্ত্রী রাজনৈতিক সফরে বেরিয়েছেন ৷ বিস্ফোরণের তীব্রতা এত শক্তিশালী ছিল যে, ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার এলাকা কেঁপে উঠেছিল ৷ এইরকম পরপর তিনটি বিস্ফোরণ সেখানে হয়েছে ৷’’ স্থানীয় প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার ৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্ত উল্লেখ করেছেন, ‘‘স্যার এটা উল্লেখ করতেই হচ্ছে যে, স্থানীয় প্রশাসন এবং পুলিশ তৃণমূল কর্মীদের হয়ে কাজ করছে এবং পশ্চিমবঙ্গে বেআইনি কার্যকলাপ বন্ধ করতে ব্যর্থ হচ্ছে ৷’’ এর পরেই নোদাখালির বিস্ফোরণের সঠিক তদন্ত দাবি করেন সুকান্ত মজুমদার ৷ আর তার জন্য এনআইএ-র হাতে তদন্তভার দেওয়ার দাবি করেছেন তিনি ৷ যাতে গোটা ঘটনায় যুক্ত আততায়ীদের চিহ্নিত করে এমন বেআইনি কার্যকলাপ বন্ধ করা যায় ৷