কলকাতা

দেবাঞ্জন-রাজ্যপাল যোগ, ‘খাম ও উপহার যেত নিরাপত্তারক্ষীর হাত দিয়ে’! ছবি প্রকাশ করল তৃণমূল

ভুয়ো টিকাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে অভিযোগ তোলার পর এবার তৃণমূল সাংসদ সামনে আনার চেষ্টা করলেন প্রমাণ। তবে দেবাঞ্জন-বিজেপি যোগ নয়, বরং রাজ্যপালের সঙ্গে যোগসূত্র খুঁজলেন তিনি। সরাসরি অভিযোগ করলেন, দেবাঞ্জনের নিরাপত্তারক্ষীর হাত দিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে পৌঁছে যেত খাম ও বিশেষ উপহার। একাধিক ছবি দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন সুখেন্দু শেখর রায়। বৃহস্পতিবার তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলন থেকে একাধিক ছবি প্রকাশ করেছেন সাংসদ সুখেন্দু শেখর রায়। যেখানে দেখা গিয়েছে, দেবাঞ্জন দেবের দেহরক্ষী রাজভবনে রাজ্যপালের পরিবারের সঙ্গে ছবি তুলেছেন। দেবাঞ্জন দেবের দেহরক্ষী ছিলেন অরবিন্দ বৈদ্য, প্রাক্তন বিএসএফ জওয়ান। যাঁর সঙ্গে দেবাঞ্জনের একাধিক ছবি রয়েছে। আবার সেই অরবিন্দের সঙ্গে ছবি রয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়েরও। রাজ্যপালের পরিবারের সঙ্গেও অরবিন্দের ছবি রয়েছে। এদিন সেই সমস্ত ছবি প্রকাশ্যে আনেন সাংসদ। পাশাপাশি অভিযোগ তুললেন, দেহরক্ষীর হাত দিয়ে বিশেষ খাম রাজ্যপালের কাছে পৌঁছে যেত। ছবি দেখিয়ে তৃণমূল সাংসদের প্রশ্ন, ‘একজন প্রতারক কীভাবে রাজভবনে ঢুকলেন? যদি প্রমাণ হয় ওই সিকিউরিটির সঙ্গে রাজ্যপালের কোনও সম্পর্ক রয়েছে তাহলে তা দেশের গণতন্ত্রের ইতিহাসে অত্যন্ত ভয়ঙ্কর।’ গতকালই সাংবাদিক সম্মেলন থেকে জাল টিকাকাণ্ডের পিছনে বিজেপির চক্রান্ত থাকতে পারে বলে ইঙ্গিত করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমের সঙ্গে দেবাঞ্জনের ছবি নিয়েও মুখ খুলেছিলেন তিনি। এবার তৃণমূলের তরফে রাজ্যপালের সঙ্গে যোগসূত্র খুঁজে ছবি প্রকাশ করলেন সাংসদ।