নয়াদিল্লি: বিদ্বেষমূলক পোষ্ট ইস্যুতে ফেসবুককে চূড়ান্ত সমন পাঠাল দিল্লি বিধানসভার ‘শান্তি ও সম্প্রীতি রক্ষা’ সংক্রান্ত কমিটি। এর আগেও এই সোশ্যাল মিডিয়া সংস্থার ভারতীয় শাখার কর্তাদের তলব করা হয়েছিল। কিন্তু, তাঁরা হাজির হননি। তাই ফের সমন পাঠালো আপ বিধায়ক রাঘব চাড্ডার নেতৃত্বাধীন কমিটি। এদিন হুঁশিয়ারির সুরে এক বিবৃতিতে সদস্যরা জানিয়েছেন, এবারও ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন সহ অন্যান্য কর্তারা হাজির না দিলে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি নেতাদের বিদ্বেষমূলক পোস্ট সরিয়ে দিতে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি। এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বিজেপির দ্বারা প্রভাবিত বলেও অভিযোগ উঠেছে। যদিও এই সমস্ত অভিযোগ খারিজ করেছেন অজিত মোহন।