বিদেশ

Sunita Williams: ভারতে আসছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস! দেখা করবেন ইসরোর নভোচরদের সঙ্গে

ভারতে আসছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। এখানে এলে তিনি দেখা করবেন ইসরোর সদস্যদের সঙ্গেও। নিজেই এমনটা জানিয়েছেন সদ্য মহাকাশ থেকে ফেরা নভোচর। প্রসঙ্গত, সুনীতার মা মার্কিন হলেও বাবা দীপক পাণ্ডে গুজরাটের বাসিন্দা। নাসার স্পেসএক্স ক্রু-৯-এর এক সাংবাদিক সম্মেলনে সুনীতা বলেন, ”আশা করি আমি আমার বাবার দেশে ফিরব। এবং দেখা করব মানুষের সঙ্গে। ভাবতে উত্তেজনা রয়েছে ভারতীয় নভোচরদের বিষয়েও, যাঁরা আগামিদিনে ইসরো মিশনে যোগ দিতে চলেছেন।” ইসরোর মহাকাশচারীদের সঙ্গে দেখা হলে তাঁদের সঙ্গে নিজের অভিজ্ঞতাও ভাগ করে নেবেন বলে জানিয়েছেন সুনীতা উইলিয়ামস। তাঁর কথায়, ”আমার আশা, আমি আমার সফরের কোনও এক সময়ে ওঁদের সঙ্গে কথা বলব। এবং আমার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেব।”