প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে সমালোচনার মুখে পড়েছিল লখনউ সুপার জায়ান্টস। তবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দুরন্ত ভাবে কামব্যাক করল ঋষভ পন্থের দল। ম্যাচে চার উইকেট নিয়ে মঞ্চ সাজিয়ে দিয়েছিলেন শার্দূল ঠাকুর। এদিন ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ম্যাচেও বড় রান করতে পারেনি অভিষেক শর্মা। মাত্র ৬ রান করে আউট হন তিনি। গত ম্যাচের শতরানকারী ঈশান কিশান এদিন খাতাই খুলতে পারেননি। ট্রেভিস হেডের ঝোড়ো ৪৭ ও অনিকেট ভার্মার মারকাটারি ৩৬ রান করেন। এছাড়া নীতিশ কুমার রেড্ডি ৩২ ও হেনরিক ক্লাসেন ২৬ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে হায়দরাবাদ। এলএসজির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শার্দুল ঠাকুর। রান তাড়া করতে নেমে এডেম মার্করাম শুরুতে আউট হলেও দ্বিতীয় উইকেট বিধ্বংসী পার্টনারশিপ করে মিচেল মার্শ ও নিকোলাস পুরান। ৪৩ বলে ১১৬ রানের পার্টনারশিপ করে এলএসজির জয় নিশ্চিত করেন দেন। ৩১ বলে ৫২ রান করেন মার্শ ও ২৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন পুরান। এরপর দ্রুত কয়েকটি উইকেট পড়লেও জয় পেতে কোনও সমস্যা হয়নি। ফের ব্যাট হাতে রান পাননি ২৭ কোটির ঋষভ পন্থ। ডেভিড মিলার ১২ ও আবদুল সামাদ ২২ রানে অপরাজিত থাকেন। ২৩ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় এলএসজি।
