ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম সুপারসনিক ব্রহ্মস মিসাইলের সফল পরীক্ষা করলো ভারত। বুধবার আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে উত্ক্ষেপণের পর নিখুঁত নিশানায় আঘাত হানে ব্রহ্মস। এটির পাল্লা ব্রহ্মস মিসাইলের আগের সংস্করণগুলির থেকে অনেক বেশি। মিসাইলের উত্ক্ষেপণ তদারকি করতে আন্দামান নিকোবর আইল্য়ান্ডে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরি। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি নিখুঁত নিশানায় আঘাত হেনেছে। মার্চের প্রথম সপ্তাহে ব্রহ্মস মিসাইলের অন্য একটি সংস্করণের সফল পরীক্ষা সারে ভারতীয় নৌসেনা।